কবিতা

কল্পনা 
   - আল মামুন সুমন 

গ্রীষ্মের শেষে
নিঃসঙ্গ আর একাকী
সম্পূর্ণ এলোমেলো পড়ে আছি প্রবাসে।
ছাড়া বাড়ী, ছাড়া ঘর,
সোনালি অতীতগুলো খুব ভোগায় মাঝে মাঝে।
এভাবেই বেঁচে আছি।
এভাবেই বেঁচে থাকা।
এর কোন মানে হয়?
এমনি বেঁচে থাকার মাঝে ভাবতে অবাক লাগে
হয়তো কেউ এসে বলে যাবে একদিন
সুমন! দেখো আমি দাঁড়িয়ে আছি শুধুই তোমার জন্য।
কি আশ্চর্য ভাবনা আমার।
এরও কোন মানে নেই।
সত্যিই কি কেউ এগিয়ে আসবে
আমার ভাবনাকে মুখোমুখি দাঁড় করাতে?
নাকি আমার কল্পনা-
কল্পনা হয়ে ভেসে বেড়াবে
মনের নীলিমায়।

0 Comments